রোদ-মেঘের লুকোচুরির পর দুপুরে নামবে বৃষ্টি


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ণ /
রোদ-মেঘের লুকোচুরির পর দুপুরে নামবে বৃষ্টি

ঢাকাসহ রাজধানীর আশপাশের শহরগুলোতে দুপুর বা দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মাঝে রোদ ও মেঘের লুকোচুরি দেখবে প্রকৃতি। এছাড়া সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে বলেও আশঙ্কা আবহাওয়াবিদদের।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ কাওসার পারভীন গণমাধ্যমকে তথ্যগুলো জানিয়েছেন।

তিনি বলেছিলেন, ঢাকার আকাশে রোদ ও বৃষ্টি দুটিই থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর নাগাদ আসতে পারে বৃষ্টিও। এছাড়া সারাদেশে এক সঙ্গে হয়তো কোথাও বৃষ্টি হবে না। যদিও সারাদিন বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের মতে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। গেল ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে সর্বোচ্চ ৭৭ মি.মি. বৃষ্টিপাত।

আবহাওয়াবিদরা জানান, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল এবং ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে।

error: Content is protected !!