রামেকে একদিনে আরও ১৫ জনের মৃত্যু


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ২, ২০২১, ১২:৪৪ অপরাহ্ণ /
রামেকে একদিনে আরও ১৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, মৃত ১৫ জনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন ও উপসর্গে ৮ জন। এদের মধ্যে ৯ জন পুরুষ ও ৬ জন নারী।

রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৫৯ জন। রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯০ জন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল ও মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে যথাক্রমে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের ও ২৭৫টি নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা পজিটিভ এসেছে। দুই ল্যাবে মোট ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ১৭ শতাংশ।

error: Content is protected !!