রাজশাহী হাসপাতালে তিনমাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২১, ১০:১১ পূর্বাহ্ণ /
রাজশাহী হাসপাতালে তিনমাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

এটিই গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। আশার কথা হচ্ছে গত তিনদিন থেকে এই হাসপাতালে মৃত্যুর সংখ্যা কমছে। এছাড়া রোগীর সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে তিনজন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া নয়জনের মধ্যে রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে এবং নাটোর ও পাবনার দুজন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৪২ জন।

error: Content is protected !!