মুষলধারে বৃষ্টিতে ফের চিরচেনা রূপে ফিরেছে চট্টগ্রাম। তলিয়ে গেছে নগরীর বিভিন্ন নিচু এলাকা। দেখা দিয়েছে জলাবদ্ধতা। অনেকের ঘরবাড়িতে ঢুকে পড়েছে পানি। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরীর জিইসি মোড়, দুই নম্বর গেট, বহদ্দারহাট, বাকলিয়া, চকবাজার, কাপাসগোলা, ডিসি রোড, হালিশহর ও আগ্রাবাদ সিডিএসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসসহ বিভিন্ন কাজে বের হওয়া মানুষদের। গুণতে হয় দ্বিগুণের বেশি ভাড়া।
অফিসগামী সাকিবুর রহমান বলেন, বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। গাড়ি ভাড়াও বেড়ে যায়। আধা ঘণ্টার বেশি অপেক্ষার পর বাড়তি ভাড়ায় অফিসে যাচ্ছি।
চিকিৎসা নিতে যাওয়া নূরজাহান বেগম বলেন, কয়েকদিন ধরে অসুস্থ থাকায় চিকিৎসকের কাছে যাচ্ছি। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে যানজটে আটকে আছি। জলাবদ্ধতার কারণে গাড়ি ঠিকমতো এগোচ্ছে না।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ জানান, বুধবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। মূলত মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। যা আরো দুইদিন অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের তথ্য জানিয়েছে আমবাগান আবহাওয়া অফিস।
আপনার মতামত লিখুন :