মালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২১, ১১:৫৭ অপরাহ্ণ /
মালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (৩ আগস্ট) পণ্য ও শ্রমিকবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রী বোঝাই একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাটি ঘটে বলে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মালির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ওআরটিএম জানিয়েছে, দ্রুতগতিতে ট্রাক চালানোর সময় হঠাৎ চাকা ফেটে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা বাসের সামনে চলে আসেন। আর এতেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাটি মালির সেগোউ শহর থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে একটি স্থানে ঘটে। দুর্ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিয়োতে বাসের ছবিসহ রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা অংশ পড়ে থাকতে দেখা যায়।

এ দিকে দুর্ঘটনাটিতে আরও ৩৩ জন গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়া প্রাথমিকভাবে ৩৭ জনের নিহতের কথা জানানো হলেও পরে তা বেড়ে ৪১ হয়েছে বলেও জানানো হয়।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সড়কগুলো আফ্রিকায় অবস্থিত। সেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে ২৬ জন মারা যান সড়ক দুর্ঘটনায়।

error: Content is protected !!