বাসা থেকে পরীমনিকে নেওয়া হলো র‍্যাব সদরদপ্তরে


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২১, ১১:১০ অপরাহ্ণ /
বাসা থেকে পরীমনিকে নেওয়া হলো র‍্যাব সদরদপ্তরে

বিপুল পরিমাণ বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইচসহ অভিনেত্রী ও নায়িকা পরীমনিকে আটক করে র‍্যাব সদরদপ্তরে নেওয়া হয়েছে।

বুধবার (০৪ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটে এই চিত্রনায়িকাকে র‍্যাবের কালো গ্লাসযুক্ত একটি সাদা হাইচ মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়।

 

বাসা থেকে পরীমনিকে বের করার সময় দেখা যায়, পরীমনির পরনে লাল-কালো চেক শার্ট, মুখে নকশাযুক্ত মাস্ক এবং চোখে কালো ফ্রেমের চশমা।

এর আগে, বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর বনানীতে পরীমনির বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব। প্রায় চার ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইচ জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় র‍্যাব পরীমনিকে আটক করেছে।

এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার গাড়ি চালক ও দারোয়ানকে আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরীমনির বাড়িতে অভিযান চালানো হয়েছে। অভিযানে তার বাড়ি তল্লাশি করা হয়। এসময় বাড়িতে মিনিবারের সন্ধান পাওয়া যায়। এসব মাদক তিনি অবৈধভাবে বাড়িতে রেখেছিলেন।

error: Content is protected !!