বগুড়ায় আক্রান্ত ও উপসর্গে ১৩ মৃত্যু


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২১, ২:৫৪ অপরাহ্ণ /
বগুড়ায় আক্রান্ত ও উপসর্গে ১৩ মৃত্যু

বগুড়ায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন ও উপসর্গে ২ জনসহ মোট ১৩ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৯২ জন ও সুস্থ হয়েছেন ১৩১ জন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন কার্যালয়ের ডা. সাজ্জাদ উল হক।

তিনি জানান, বগুড়ায় প্রতি দিন আক্রান্তের তুলনায় সুস্থতার হার বাড়ছে। একদিনে জেলায় ৫১৩ নমুনার মধ্যে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৫৫ শতাংশ।

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫৯ জন, শেরপুরে ৪ জন, কাহালুতে ৫ জন, গাবতলীতে ১ জন, শাজাহানপুরে ৮ জন, শিবগঞ্জে ৩ জন, সারিয়াকান্দিতে ৫ জন, আদমদিঘীতে ৩ জন, দুপচাঁচিয়ায় ১ জন এবং ধুনটে ৩ জন রয়েছেন।

গত একদিনে সুস্থ হয়েছেন ১৩১ জন। জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৪৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬৩০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৬৫ জন।

error: Content is protected !!