জয়পুরহাটে কর্মহীন ৪শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা ক্ষতিগ্রস্ত অসহায় ৪শ পরিবারের মাঝে ২ হাজার করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সোনালী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় এই টাকা বিতরণ করে। এদিন ৪শ পরিবারের মাঝে ২ হাজার টাকা করে মোট ৮ লাখ দেয় ব্যাংকটি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ অনেকে।
আপনার মতামত লিখুন :