জাতীয় শোক দিবসে ঈশ্বরদীতে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২১, ৮:২৫ অপরাহ্ণ /
জাতীয় শোক দিবসে ঈশ্বরদীতে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে।

রবিবার (১৫আগষ্ট) সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচী পালন করে। সকাল ৯.৩০ মিনিটের সময় পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে রাষ্ট্রের পক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কালো ব্যাজ ধারণ সহ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!