গাঁজা পাচারকালে র‌্যাবের হাতে গ্রেফতার ২


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২১, ১২:০৪ পূর্বাহ্ণ /
গাঁজা পাচারকালে র‌্যাবের হাতে গ্রেফতার ২

কিশোরগঞ্জের ভৈরবে পিকআপের দরজার ভিতরে থেকে বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় পাচারকালে দুইজনকে গ্রেফতার করা হয়।

বুধবার (৪ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আফতাব মিয়ার ছেলে সোহান (২২), একই উপজেলার ইউনুছ মিয়ার ছেলে নজরুল (২৬)।

এ সময় অভিনব কায়দায় পিকআপের মলামাল হিসেবে বহন করা ১২টি দরজার ভিতরে বক্স করে রাখা ১৮০ কেজি গাঁজা জব্দ করে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের তথ্য পেয়ে র‍্যাবের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় তল্লাশি চৌকি বসায়। গাড়ি তল্লাশি করে সন্দেহজনক দরজা ভর্তি ঢাকা মেট্রো-২০-৭৪৮৮ নাম্বারে একটি পিকআপ গাড়ি জব্দ করে র‍্যাব।

 

এ বিষয়ে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, ১২টি দরজার ভিতরে বক্সে থাকা প্রায় ১৮০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

error: Content is protected !!