করোনায় আরও ২৪৫ জনের মৃত্যু 


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২১, ৮:৪৭ অপরাহ্ণ /
করোনায় আরও ২৪৫ জনের মৃত্যু 

সোমবার (৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৪৬৩ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন। গত ২৪ ঘণ্টায় ২৪৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২২ হাজার ৮৯৭ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২০ কোটি ৩৫ লাখ ৯১ হাজার ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৩ লাখ ১০ হাজার ৮৬৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৮ কোটি ২৯ লাখ ৬ হাজার ৬২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২২ হাজার ৮৯৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন।

error: Content is protected !!