একদিনে আরো ১১৭ মৃত্যু, শনাক্ত ৩৫২৫


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২১, ৬:৪৯ অপরাহ্ণ /
একদিনে আরো ১১৭ মৃত্যু, শনাক্ত ৩৫২৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৪৬ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫২৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৮৬ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ৫০ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৪০ জন, চট্টগ্রাম বিভাগের ৩৭ জন, রাজশাহী বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ১১ জন, বরিশাল বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ১০ জন, রংপুর বিভাগের ৫ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪ জন।

error: Content is protected !!