একদিনে আরও ২৬৪ ডেঙ্গু রোগী হাসপাতালে


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২১, ৭:১৫ অপরাহ্ণ /
একদিনে আরও ২৬৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

এদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৪৮ জন

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে দেশে প্রতিদিনি বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কমপক্ষে আরও ২৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) দেওয়া তথ্য মতে, এদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৪৮ জন। বাকি ১৬ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে এক হাজার ৭২ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৫ জন এবং ঢাকার বাইরে ৪৭ জন ভর্তি আছেন বলে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।

 

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত তিন হাজার ৪৪৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে দুই হাজার ৩৭০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এর মধ্যে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে চারটি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।

সাধারণত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু মৌসুম হিসেবে ধরা হয়। তবে জুন থেকে সেপ্টেম্বর এই চার মাস মূল মৌসুম। কয়েক দিনের থেমে থেমে হওয়া বৃষ্টি এডিস মশার বংশবিস্তারে প্রভাব ফেলছে। করোনাভাইরাস আর ডেঙ্গুর উপসর্গ কাছাকাছি হওয়ায় জ্বর হলে বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ৷

error: Content is protected !!