কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫জুলাই) বিকেলে উপজেলার ব্ঙ্গসোনাহাটের স্হলবন্দরগামী সড়কের লক্ষীমোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জুয়েল রানা। সে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামের হাতেম আলীর ছেলে।
বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিল জুয়েল। পথে সোনাহাটের লক্ষীমোড় নামক স্থানে একটি ইটের টুকরার সঙ্গে লেগে নিয়ন্ত্রল হারিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ইট ভর্তি ট্রলি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই চালক জুয়েল রানার মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :