রামেকের করোনা ইউনিটে ১৬ দিনে ২৮২ মৃত্যু


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২১, ৫:৩৬ অপরাহ্ণ /
রামেকের করোনা ইউনিটে ১৬ দিনে ২৮২ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ১৬ দিনে ২৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে পরদিন শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মৃত্যুবরণ করেন।

হাসপাতালটিতে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা গেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৫ জনের মধ্যে পাঁচজন কোভিড পজিটিভ ছিলেন। আটজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর দুজন শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। তারা করোনা নেগেটিভ ছিলেন।

মৃত ১৫ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের দুই, নওগাঁর এক, পাবনার এক এবং মেহেরপুরের একজন রোগী ছিলেন।

হাসপাতালটিতে চলতি মাসের ১৬ দিনে ২৮২ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

আরও পড়ুন : বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ ৮২ হাজার ছাড়াল

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪৯৮ জন।

error: Content is protected !!