রাজশাহীতে ২৪ ঘন্টায় নতুন ১০১ জন করোনায় আক্রান্ত


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২১, ১০:২২ অপরাহ্ণ /
রাজশাহীতে ২৪ ঘন্টায় নতুন ১০১ জন করোনায় আক্রান্ত
রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) রাজশাহীর একটি পিসিআর ল্যাবে ১৯২  জনের নমুনা পরীক্ষা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়, শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রাজশাহী,নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের মোট ১৯২ জন রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে রাজশাহীর ৪৬ জনের করোনার নমুনা পরীক্ষা করে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।চাঁপাইনবাবগঞ্জের ০২  জনের করোনার নমুনা পরীক্ষা করে তাদের সকলেরই করোনা নগেটিভ আসে। নওগাঁর ৫৩ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এছাড়া ল্যাবটিতে ৮৮  জনের করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে।

এদিন ০৬ জন বিদেশগামী/ বিদেশপ্রত্যাগামী যাত্রীর করোনার নমুনা পরীক্ষা হয়। তাদের সকলেরই করোনা নেগেটিভ আসে।

error: Content is protected !!