নরসিংদীতে ৫০ কেজি গাঁজাসহ পুলিশ সদস্য গ্রেফতার


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২১, ৮:২৪ অপরাহ্ণ /
নরসিংদীতে ৫০ কেজি গাঁজাসহ পুলিশ সদস্য গ্রেফতার

নরসিংদীর রায়পুরায় ৫০ কেজি গাঁজাসহ পুলিশের এক কনস্টেবল ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে রায়পুরা পুলিশ। এসময় মাদক কারবারে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। গতকাল বুধবার (২৮ জুলাই) রাতে রায়পুরা পৌর এলাকার কান্দাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পুলিশ সদস্য সোহেল রানা (২৮) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার নায়ায়নপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি গাজীপুর হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে দায়িত্বরত।

গ্রেফতারকৃত অন্যরা হলেন, রায়পুরার হাটুভাঙ্গা গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩০), কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়ার নারায়নপুর গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে মিজানুর রহমান ও কুমিল্লার উত্তর রামপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সোহেল রানা (৩৮)। বিষয়টি নিশ্চিত করেন, রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলাল ।

পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে গোপণ সংবাদে রায়পুরার কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করে রায়পুরার আমিরগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জসহ সঙ্গিয় ফোর্স। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে তল্লাসি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলাল জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সোহেল রানা নামে একজন পুলিশের সদস্য হিসেবে জানা গেছে। তিনি গাজীপুর হাইওয়ে থানায় কনস্টেবল পদে দায়িত্বরত। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

error: Content is protected !!