বুধবার বিকালে বাড়ির পাশে ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
মৃতরা হরিপুর উপজেলার মেদনিসাগর গ্রামের শাহ আলমের কন্যা।
স্থানীয়রা জানান, দুপুর থেকে দুই বোন নিখোঁজ ছিল। বিকেলে বাড়ির পাশে ডোবার পানিতে তাদের লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু দুইটিকে তাদের বাবা-মা দুপুর থেকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাঁখুজির একপর্যায় বাড়ির পাশে একটি ডোবায় দুই বোনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়।
আপনার মতামত লিখুন :