চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২১, ৬:৫৫ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সখিনা বেগম (৬২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সখিনা বেগম পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের হুমায়ন আলীর স্ত্রী। বুধবার (১৪ জুলাই) ভোরে নিহতের শয়ন ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী হুমায়ন আলী জানান,
স্ত্রী সখিনা বেগম বেশ কিছুদিন ধরে চোখসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।
সুস্থ্য না হওয়ায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ঘরের ভিতর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিডি, চাঁপাইনবাবগঞ্জ// ফয়সাল আজম অপু 

error: Content is protected !!