ঈশ্বরদী সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জার্জিস হোসেনের ইন্তেকাল


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২১, ১০:১২ অপরাহ্ণ /
ঈশ্বরদী সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জার্জিস হোসেনের ইন্তেকাল

ঈশ্বরদী সাঁড়া ইউনিয়ন পরিষদের (বিএনপি) সাবেক চেয়ারম্যান জার্জিস হোসেনের ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন ) ৷

মঙ্গলবার (২৭ জুলাই ) করোনায় প্রাণ হারালেন ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঈশ্বরদী থানা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আলহাজ জার্জিস হোসেন(৭৮), আজ বেলা সোয়া তিনটায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ৷

সাঁড়া ইউনিয়ন থেকে পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্পৃক্ত জনপ্রিয় নেতা ও চেয়ারম্যান  আলহাজ্ব জার্জিস হোসেন দীর্ঘ দিন হ্রদ রোগে আক্রান্ত হয়ে সম্প্রতি ওপেন হার্ট সার্জারি করেন। শারিরিক ভাবে তিনি অপেক্ষাকৃত দূর্বল ছিলেন। এমতাবস্থায় তার করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তিনি আজ উল্লেখিত সময়ে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

এদিকে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

error: Content is protected !!