ঈশ্বরদী
ঈশ্বরদীতে বালুবাহী ড্রাম ভর্তি ট্রাকের ধাক্কায় হামিজ উদ্দিন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সে দাশুড়িয়া ডিগ্রীপাড়া গ্রামের হাকিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে হামিজ উদ্দিন সাইকেল চালিয়ে দাশুড়িয়া বাজার থেকে নিজ বাড়ি ডিগ্রীপাড়ায় ফিরছিলেন। পথিমধ্যে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেতুঁলতলা এলাকায় একটি ড্রাম ট্রাক হামিজ কে পিছনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রিত হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ড্রাম ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :