ঈশ্বরদীতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২১, ১১:৪৬ অপরাহ্ণ /
ঈশ্বরদীতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

ঈশ্বরদী সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে রায়হান আলী প্রামাণিক (৪৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। সে সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া সেখেরচক এলাকার সবজি বিক্রেতা নুর মোহাম্মদ প্রমাণিক এর ছেলে।

প্রত্যদর্শী নিখোঁজ রায়হানের ছেলে সাগর ও প্রতিবেশি আলম খাঁ জানায়, মঙ্গলবার সাড়ে ১২টার দিকে পদ্মা নদী পার হয়ে ওপার থেকে দোয়ার (দেশি মাছ ধরার যন্ত্র) থেকে মাছ ঝেড়ে ডেঙি নৌকায় ফেরার সময় প্রবল স্রোতে নৌকা উল্টে নিখোঁজ হয়। এলাকাবাসী ও স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি ।

সন্ধ্যা (৭টা ) পর্যন্ত নিখোঁজ রায়হান আলীকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার জানান, এখন পর্যন্ত নিখোঁজ রায়হানের খোঁজ মেলেনি। ঈশ্বরদী দমকল বাহিনীর সদস্যরা ও রাজশাহীর ডুবুরি দল উদ্ধারের চেষ্টা করছে।

error: Content is protected !!