করোনার প্রার্দুভাবে ছিন্নমূল আলম প্রামানিককে আর্থিক সহায়তা পৌঁছে দিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল. কায়েস।
রবিবার (২৫জুলাই) বিকালে ছলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় পথের পাশে বসে থাকা অসহায় ছিন্নমূল আলম প্রামানিককে আর্থিক সহায়তা তার হাতে তুলেদেন পি.এম.ইমরুল.কায়েস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল. কায়েস জানান, করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকে ভাইরাস সংক্রমণ রোধে রাত-দিন মাঠে কাজ করতে হচ্ছে। বিশেষ করে গত এক মাস ধরে উপজেলার অসহায় ছিন্নমূল, দুঃস্থ কর্মহীন লোকজনদের মাঝে খাদ্য, আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
উপজেলার সাতটি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনা দুর্য়োগে অসহায় দুঃস্থ প্রতিবন্ধী, ছিন্নমূল পথচারীদের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।
বিডি/রা
আপনার মতামত লিখুন :