টিকার নিবন্ধন কমেছে, বেড়েছে নমুনা পরীক্ষা


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২১, ৯:৪৬ পূর্বাহ্ণ /
টিকার নিবন্ধন কমেছে, বেড়েছে নমুনা পরীক্ষা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা নিতে মানুষের আগ্রহ আগের চেয়ে কমেছে। টিকার জন্য অনলাইন নিবন্ধনও কম হচ্ছে। একইভাবে টিকাগ্রহীতার দৈনিক সংখ্যাও বেশ কমে এসেছে। যদিও তিন সপ্তাহ ধরে দেশে করোনার সংক্রমণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যে কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার নমুনা পরীক্ষাকেন্দ্রে মানুষের ভিড় বাড়ছে।

দেশে করোনার গণটিকাদান শুরু হয় ৭ ফেব্রুয়ারি। শুরুর দিকে দৈনিক টিকাগ্রহীতার সংখ্যা ২ লাখ ৩০ হাজারের বেশি ছিল। অথচ গতকাল টিকা নিয়েছেন ৭০ হাজার ৯৩৩ জন; যা দেশে করোনার টিকাদান শুরুর প্রথম দিনের পরে সর্বনিম্ন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যত বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে, সংক্রমণ থেকেও ততো বেশি সুরক্ষা পাওয়া যাবে। নিবন্ধন ও দৈনিক টিকা দেওয়ার গতি বাড়িয়ে অল্প সময়ে বেশি মানুষকে টিকার আওতায় আনা দরকার। তবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পরিকল্পনা অনুযায়ীই টিকা দেওয়া হচ্ছে

error: Content is protected !!